বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ অফিস চান্দুরা-আখাউড়া সড়কের পাশে ঢাকা-সিলেট হাইওয়ের চান্দুরা ডাকবাংলো মোড় হতে ৭ কিলোমিটার দক্ষিণে এবং চম্পকনগর বারের উত্তর দিকে গেরার গাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের বিপরীত পশ্চিম দিকে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ অফিস দুরত্ব সড়ক পথে প্রায় ৩০ কিলোমিটার ও নৌ পথে প্রায় ১৫ কিলোমিটার।
বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ অফিসে যাতায়াতের জন্য সড়ক পথ এবং বর্ষা মৌসুমে নৌ পথ উপযোগী।
আবার রেল পথে মুকুন্দপুর ও হরষপুর রেলষ্টেশন দিয়ে যাতায়াত করা যায়।